মহেশখালীতে অসহায়, দুঃস্থ রোগীদের কে বিণামূল্যে চিকিৎসা সেবা দিতে রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের সহযোগিতায় এবং চট্টগ্রামস্থ মহেশখালী পেশাজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীনের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি-মেডিকেল ক্যাম্পে মহেশখালীর এক হাজারের অধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। ১৬ই ফেব্রুয়ারী মহেশখালী উপজেলার বড় মহেশখালী মুন্সিরডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে একদল বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার রোগীর মাঝে খৎনা, নাক কান ছেদন সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, প্রকৌশলী (চুয়েট) অধ্যাপক সুদীপ কুমার পাল, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের এমডি রিজোয়ান শহীদি, বাংলাদেশ নৌ বাহিনীর এডমিন অফিসার জাকের হোছাইন। অপরদিকে যে সব চিকিৎসক মেডিকেল ক্যাম্পে দুস্থ রোগিদের চিকিৎসা দিয়েছেন তারা হলেন- ডাঃ লেঃ কর্ণেল মারুফ হায়দার খান, ডাঃ শিরিন ফাতেমা এমবিবিএস এফসিপিএস, ডাক্তার জিএম সেলিম এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য), ডাঃ মোহাম্মদ সাইফুল্লাহ, এমবিবিএস বিএস (স্বাস্থ্য), হ্নদরোগ বিশেষজ্ঞ ডাঃ মুজাহিদুল হক।
মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা চট্টগ্রামস্থ মহেশখালী পেশাজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, মহেশখালী একটি উপকূলীয় প্রত্যন্ত দীপাঞ্চল। এখানকার দুস্থ অসহায় রোগীরা চিকিৎসা সেবা থেকে অনেক পিছিয়ে আছে। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছেলে মেয়েদের খৎনা, নাক কান ছেদন ইত্যাদি জনসেবামূলক কাজ করে আমি আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকি। আগামীতেও এ ধরনের মানব সেবামূলক কাজ অব্যাহত থাকবে।