কক্সবাজার জেলার আওতাধীন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল হাই পিপিএম এর বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী থানার উদ্যোগে মঙ্গলবার (৫ ই জুলাই) দুপুরে থানা চত্বরে মহেশখালী থানার উদ্যোগে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি আশেক উল্লাহ রফিক বলেন, ভাল কাজের এবং ভাল মানুষের মূল্যায়ন সব জায়গায় আছে। কর্মের মাধ্যমে উপজেলার সকলের মনে ভালবাসা সৃষ্টি করেছে বিদায়ী ওসি আব্দুল হাই।
বক্তৃতায় নবাগত ওসিকে সাধারন মানুষের সাথে মিলেমিশে কাজ করার পরামর্শ প্রদান করেন তিনি।
মহেশখালী-কুতুবদিয়া পুলিশ সার্কেল আবু তাহের ফারুকী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন, মহেশখালী উপজেলা সহকারী ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ মাহফুজুল হক।
মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, কুতুবজোমের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ,কাউন্সিলর প্রনব কুমার দে,মহেশখালী থানার এএসআই আবু বক্কর ও এএসআই জাহেদ হোসেন প্রমুখ।
এছাড়াও ছোট মহেশখালীর ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম রিয়ান, ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, ডাঃ শিব শেখর ভট্টাচার্য, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সাংবাদিক আমিনুল হক সহ থানার পুলিশ সদস্য, সাংবাদিকবৃন্দ সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।