মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী কুতুবদিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনোয়ার ছৈয়দ, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু হায়দার, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন সিকদার, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, মহেশখালী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমেদ। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।