আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মহিষ চুরির মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ ০৭:২৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

মহিষ চুরির মামলায় চকরিয়ার সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।  বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল মনসুর সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গরু চুরির অভিযোগে নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন। মেয়াদ শেষে বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন নবী হোছাইন চৌধুরী। আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠান। নবী হোছাইন চৌধুরী স্থানীয় সংসদ সদস্যের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গরু চুরির মামলাও রয়েছে। এসবের মাঝেও ভোটে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হন।