আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

মহাসড়কের পাশেই অজ্ঞাত যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুন ২০২৪ ০৭:১৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন নতুন রাস্তার মাথায় অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ। 

 

বুধবার (২৬ জুন) বিকাল ৩টার দিকে রাস্তার পাশে জঙ্গলে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

 

স্থানীয়রা জানান, নাজিরহাট নতুন রাস্তার মাথায় (৩৫) বছর বয়সী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। এরপর লাশ পড়ে আছে এমন খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ছুটে আসে।

 

হাটহাজারী মডেল থানার এসআই মোল্লা জিয়াদুজ্জামান বলেন,আমি ঘটনাস্থলে আসছি। লাশের সুরতহাল নির্ণয়ের কাজ করছি। এখনো পরিচয় পাওয়া যায়নি।

 

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ গেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল নির্ণয়ের পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হবে।

 



সবচেয়ে জনপ্রিয়