আজ মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে চন্দনাইশে বিক্ষোভ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৬ অগাস্ট ২০২২ ০২:৫২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ০৫ আগষ্ট বিকেলে উপজেলা সূচিয়া এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও পৌরসভা যুবদলের আহবায়ক মোঃআজম খান সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মজিদ শাহ। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর। বিশেষ বক্তা ছিলেন পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল হোসেন ছোটন। ,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক বখতিয়ার, সেলিম আল দীন, নাজিম,আজিজুর রহমান,আবুল কালাম আজাদ,সাবেক পৌর যুগ্ন আহবায়ক কামরুল সাবেক যুগ্ম-আহ্বায়ক আকবর।ইসলাম,হামিদ,বোরহান,আবু,মিজান,জিয়া,ফারুকুল ইসলাম,জোবায়েত,রিপন,তৈয়ব প্রমুখ। বিক্ষোভ মিছিলটি সূচিয়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, আইনশৃংখলা বাহিনী দিয়ে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা করে সরকার বিএনপিকে রাজপথে দমন করতে চায়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে দলের নেতাকর্মীকে ঘরছাড়া ও হয়রানী করে রাজপথের আন্দোলন কখনো স্তব্ধ করা যাবে না। এতে সরকার পতন আন্দোলন আরো বেগবান হবে। সেই আন্দোলনে সরকারের পতন হবে।