আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। রবিবার ( ৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজামান মনোনয়নপত্র বাছাইয়ে গিয়াস উদ্দিনের জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর বাছাইয়ে ৩ জন ভোটার প্রবাসে থাকার প্রমাণ পাওয়ায় গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আটজনের মধ্যে বাকী সাতজনের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নুরুল করিম আফছার, ইসলামি ফ্রন্ট প্রার্থী আব্দুল মান্নান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী মোঃ ইউসুফ, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) মনোনীত প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এ আসনে ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ ভোটারের এক শতাংশ ৩ হাজার ৬৬৫ জন ভোটারের স্বাক্ষর স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা স্বাক্ষর দেওয়া ভোটারের মধ্যে ১০ জন ভোটার সম্পর্কে বাছাই করেছি। তারমধ্যে ৩ জন ভোটার প্রবাসে থাকার প্রমাণ পাওয়ায় উনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি আরো বলেন, মোট ৮জন প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাচাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চাইলে নির্বাচন কমিশনে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী আমাদের প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করবেন।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫-৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল দায়ের করা যাবে। কমিশন ১০-১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবেন।
মোহাম্মদ গিয়াস উদ্দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন । মিরসরাই আসনে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ সন্তান মাহবুব রহমান রুহেল।
মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৫’শ ২৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭’শ ৪১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭’শ ৮২ জন।