আজ রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
কাঞ্চনাবাদ ইউনিয়নে গনসংযোগে

ভোট আপনার অধিকার যাকে খুশি তাকে দিবেন : স্বতন্ত্র প্রার্থী জব্বার চৌধুরী

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) : | প্রকাশের সময় : রবিবার ৩১ ডিসেম্বর ২০২৩ ০১:১৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আগামী ৭ জানুয়ারি অনুষ্টিতব‍্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসন থেকে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী ও চন্দনাইশ উপজেলা পরিষদের তিন তিন বারের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী বলেন, এই সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু আপনাদের ভবিষ্যৎ নির্ভর করছে না। বরং আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ও নির্ভর করছে আপনাদের হাতে।

 

আপনারা যদি আগামী ৭ই জানুয়ারী আপনাদের পরিবার নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে না যান, তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, আপনাদের মিষ্টি মিষ্টি কথা ও প্রভোলনে দেখিয়ে আপনাদের মূল্যবান ভোটটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করবে। আপনারা এইসব কথায় কান না দিয়ে যোগ্য প্রার্থী দেখে আপনাদের মূল্যবান ভোটগুলো প্রদান করবেন এবং আমাকে যোগ্য মনে হলে আগামী ৭ই জানুয়ারি ট্রাক মার্কায় রায় দেয়ার দায়িত্ব আপনারা নেবেন, নির্বাচনের পরে আগামী পাঁচ বছর আমি আপনাদের দায়িত্ব নেব। 

 

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের শাহ সুফি পাড়া,কাঞ্চনাবাদ জোহাদিয়া দরবার শরীফ,চা-বাগান রোড কাঞ্চন নগর,পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর,রৌশনহাট বাজার, মুরাদাবাদ,পূর্ব এলাহাবাদ, মুজাফরাবাদ, বিজিসি ট্রাস্ট এলাকা,রৌশনহাট নামার বাজার,আব্বাস পাড়া,আজম বাড়ী এলাকায় গণসংযোগের সময় সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি এইসব কথা বলেন। 

এসময় গণসংযোগ আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম  দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,শেখ টিপু চৌধুরী,খানহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা আমিন মোহাম্মদ সাইফুদ্দিন,

দক্ষিণ জেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক নাজিম, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম,  সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন,জসিম উদ্দিন, বাদশা মিয়া,৫নং ওয়াড যুবলীগের সভাপতি নুর কবির সহেল,আবছার,  

৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি   মৌলানা আজিজ, কাঞ্চনাবাদ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুল হাকিম, কাঞ্চনাবাদ ৩ নং ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম,

হানিফ আবছার,  বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মোজাম্মল হক তালুকদার, আইয়ুব মেম্বার, বাংলাদেশ জয় বাংলা পরিষদ দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বরমা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ কায়সার সহ আ.লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ কাঞ্চননগর ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।