আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ভেঙে গেল কালভার্ট, খাগড়াছড়ি-পানছড়ির যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ ০৪:২৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ভারী বর্ষণে সৃষ্ট স্রোতের কারণে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের নালকাটা কালভার্টটি ভেঙে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে খাগড়াছড়ি-পানছড়ির সড়ক যোগাযোগ।

ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  নালকাটা কালভার্টটি পানছড়ি উপজেলার চার নম্বর লতিবান ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নালকাটা এলাকায়। দীর্ঘদিন ধরে এটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিল।

বর্ষা মৌসুমে পানির স্রোতে শুকনাছড়ি ছড়ার দুই দিকে তীব্র ভাঙন দেখা দেয়। দীর্ঘদিন ধরে ভাঙনের ঝুঁকিতে ছিল প্রধান সড়কের কালভার্টটি।

এদিকে রাতের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শুকনাছড়ি ছড়ায় সৃষ্ট স্রোতে কালভার্টটি মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয় ভেঙে পড়ে। সকাল থেকেই এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই দিকে যাত্রী ও পণ্যবাহী গাড়ি অপেক্ষামান রয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতদিন এটিকে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আপাতত সেখানে বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। এতে কয়েক দিন সময় লাগতে পারে। তবে বাইবোনছড়া হয়ে বিকল্প সড়ক দিয়ে সড়ক যোগাযোগ করা যাবে বলেও জানান তিনি।