ফটিকছড়ির ভূজপুরে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিলসহ সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে হেঁয়াকো বিজিবি। ১৯ জুলাই (মঙ্গলবার) ভোরে বিএসবি সদস্য রাজু মিয়ার তথ্যের ভিত্তিতে দাঁতমারা ইউনিয়নের বটতল নামক স্থান থেকে ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এতে নেতৃত্ব দেন রামগড় ব্যাটালিয়ানের (৪৩ বিজিবি) হেঁয়াকো বিওপির টহল কমান্ডার দিলীপ কুমার ও সঙ্গীয় ফোর্স।
জানা যায়, খবর পেয়ে টহল দল অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকবহন কারীরা গাড়ীসহ রেখে পালিয়ে যায়। এসময় তাদের আটক করার চেষ্টা করলে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে বিজিবি সূত্রে জানা যায়।
বিজিবি জানায়, মাদক বহনকারীরা পালিয়ে গেলেও ভারতীয় ১০০এমএলের ৪৯৫ বোতলের ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। এসব মাদকের বাজার মূল্য ১৯৮ হাজার টাকা প্রায়।