ফটিকছড়ি উপজেলার ভূজপুর থেকে আফিম ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় ৯৮ বোতল ফেন্সিডিল ৫৩০ গ্রাম আফিম উদ্ধার সহ একটি অটোরিকশা জব্দ করা হয়।
২৬ জুলাই(মঙ্গলবার) ভোর ৫ টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের আকবর পাড়া এলাকা মো. জয়নাল (৩০) নামের যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক ভূজপুরের অলিপুর এলাকার মৃত আবু আহম্মদের ছেলে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী (গনমাধ্যম) পরিচালক মো. নূরুল আবছার।
তিনি বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে মো. জয়নালকে ভূজপুর থেকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা সিএনজি অটোরিকশার ড্রাইভিং সীটের নিচ থেকে ১টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৯৮ বোতল ফেন্সিডিল ও ১টি কালো পলিথিনের ভিতর হতে ৫৩০ গ্রাম আফিম উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।