আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

ভূজপুর পাবলিক হাইস্কুলের কমিটি অনুমোদন

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২২ নভেম্বর ২০২৩ ০৬:২০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার ভূজপুর পাবলিক হাইস্কুলের ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে সমাজসেবক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিনকে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহানকে সদস্য সচিব করা হয়েছে।

 

২০ নভেম্বর(সোমবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক চিঠিতে ম্যানেজিং কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

ভূজপুর পাবলিক হাইস্কুলে প্রধান শিক্ষক বরাবর প্রেরিত চিঠিতে আগামী ২ বছরের জন্য কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এছাড়া কমিটিতে মোঃ আব্দুল মান্নানকে প্রতিষ্ঠাতা সদস্য, মোঃ লোকমানকে দাতা সদস্য, মোঃ আইয়ুব, মোঃ আলী, এয়াকুব আলী, দৌলত মিয়াকে অভিভাবক প্রতিনিধি, রুজি আকতার, সায়েরা বেগম, আলমগীর হোসেন, বিন্দু রানী পালকে শিক্ষক প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে।