আজ মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১
বড়দিন ঘিরে

কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২৪ ডিসেম্বর ২০২২ ০৪:৪৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে বন্দর নগরীর গির্জাগুলোয় নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ১৬ থানার অধীনে চেকপোস্ট ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) নগরের গির্জাগুলোতে বড়দিন উপলক্ষে কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি গির্জার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া বড়দিন উপলক্ষে নগরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট সাজানো হয়েছে। খ্রিষ্টধর্মাবলম্বীদের ঘরে ঘরে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। চট্টগ্রামে সবচেয়ে বড় গির্জা পাথরঘাটা ক্যাথলিক চার্চ এবং জামালখান ও পাহাড়তলী ক্যাথলিক চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) পংকজ দত্ত বলেন, বড়দিন উপলক্ষে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন সতর্ক আছে। এছাড়া বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি গির্জায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যেক ডিভিশনে আলাদাভাবে গোয়েন্দা পুলিশ কাজ করছে। সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে। প্রত্যেক থানায় চেকপোস্ট ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।  

 

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়