আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বড় মহেশখালীতে বন বিভাগের অভিযানে ডাম্পার গাড়ী আটক

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : বুধবার ২৪ জানুয়ারী ২০২৪ ০৬:৪৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে বন বিভাগের অভিযানে ডাম্পার গাড়ী আটক করা হয়েছে। ২৩ই জানুয়ারী রাতে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়া পাহাড়তলী এলাকায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তার এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে পাহাড়ী বালু সহ আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ছোট মহেশখালী মুদিরছড়া বিট অফিসার সানা উল্লাহ, শাপলাপুর বিট অফিসার নুরে আলম ও দিনেশপুর বিট অফিসার সহ বন বিভাগের কর্মকর্তাগন। মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, রাতে অভিযান চালিয়ে বড় মহেশখালী দেবেঙ্গাপাড়া পাহাড়তলী থেকে বালু সহ ডাম্পার গাড়ী আটক করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে মামলা চলছে। অপরাধী যে কেউ হউক কাউকে ছাড় দেওয়া হবে না।