ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর সিগারেট নকল করে বাজারজাত করার অভিযোগে মোহাম্মদ মোজাম্মেল আলম (৩৫) নামক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা কক্সবাজারের চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভার সমিতি মার্কেটের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
মোজাম্মেল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগুড়িয়া নুরু মার্কেট খন্দকার পাড়ার বাসিন্দা। তার বাবার নাম দলিলুর রহমান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর সিগারেট নকল করে বাজারজাতকালে মোজাম্মেল আলম নামের ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ১৩০ প্যাকেট নকল ডারবি সিগারেট জব্দ করা হয়। ঘটনার সঙ্গে আরো দুইজন জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন প্রতিষ্ঠানটির ইনভেস্টিগেশন অফিসার মো. আশরাফুল ইসলাম।
ওসি জানান, ব্র্যান্ড রোল জালিয়াতি করে ব্রিটিশ আমেরিকান ট্যোবাক্কোর সিগারেটের নাম দিয়ে নকল সিগারেট বাজারজাত করছে একটি চক্র, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। হাতেনাতে ১জনকে আটক করা হয়। আরো দুইজন পলাতক রয়েছে। চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে।
আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জাবেদ মাহমুদ।