আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

বোয়ালখালীতে ১৭ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে আরো এক শিশুর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৯ অগাস্ট ২০২২ ১২:১৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের বোয়ালখালীতে ১৭ ঘণ্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে মো.সজীব (১২) নামের আরো এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো. সজীব ওই এলাকার ওসমান গণি ফজুর ছেলে। 

সজীবের চাচা মো. আলমগীর জানান, সকাল ৯টার দিকে জিলানী মসজিদ সংলগ্ন একটি পুকুরে গাছ থেকে তাল ঝরে পড়া তাল নতে গিয়ে সজীব পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.ইসরাত হোসাইন বলেন, সকাল ১০টার সময় সজীব নামের একটি শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরণদ্বীপ নানার বাড়ির পুকুরে ডুবে মারা যায় মায়েশা নামের ৫বছর বয়সী এক শিশু। এনিয়ে ১৭ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে মারা গেল দুই শিশু।

 

 



সবচেয়ে জনপ্রিয়