আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১
গ্রাহকদের ভোগান্তি

বোয়ালখালীতে দিনভর বিদ্যুতের ভেল্কিবাজি

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:৫২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বোয়ালখালীতে সকাল থেকে বিদ্যুতের হঠাৎ আসা যাওয়ায় ভোগন্তিতে পড়তে হয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহকদের। গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনভর ছিলো বিদ্যুতের এই ভেল্কিবাজি। কোনো আগাম নোটিশ ছাড়াই বিদ্যুৎ বন্ধ রাখায় ও বিদ্যুতের আসা-যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার বাসিন্দারা।

পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, সাব স্টেশনের পাশের কিছু জমি থেকে বিদ্যুৎ সঞ্চালনা তার ও বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য এই বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। তবে সন্ধ্যা ৬টার পর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায় স্থানীয় এক ব্যক্তির জমির ওপর থাকা খুঁটি ও তার মোটা অংকের টাকার বিনিময়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১ কোনো প্রকার বাজেট ছাড়াই সরিয়ে নিচ্ছে। এ কাজের জন্য প্রায় ২১ লাখ টাকা সমিতির কোষাগারে জমা হয়েছে। তবে কাজটির জন্য ৫৬ থেকে ৬০ লাখ সমিতি পেত। ফলে প্রায় ৪০ লাখ টাকা সমিতির হাত ছাড়া হয়ে গেছে। 

জানা গেছে, ২০০৭ সাল থেকে ওই জমির ওপর থেকে বৈদ্যুতিক তার ও খুঁটি সরানো তদবির করে আসছিলেন জমির মালিকরা। সম্প্রতি উপটৌকন পাওয়ায় অসাধু কর্মকর্তা-কর্মচারীরা সমিতির মূল টাকার পরিমাণ কমিয়ে খুঁটি ও তার সরিয়ে নিচ্ছেন। এতে সাব-স্টেশনের ৪টি ফিডারের গ্রাহকরা ক্ষতিগ্রস্থ হবেন বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ প্রকৌশলীরা। চারটি ফিডার এক খুঁটিতে থাকলে, কোনো একটি ফিডারে সমস্যা হলে সব ফিডারই বন্ধ রাখতে হবে। 

এদিকে দিনভর বিদ্যুতের আসা-যাওয়ায় কাশেম স’মিল, কাদের স’মিল, বাবুল স’মিল, দরবার ফুডস, ফিগোফ্যাশন, চৌধুরী রাইস মিল ও আরিফ রাইস মিলের চাকা ঘুরেনি। আরিফ রাইস মিলের মালিক কাজী মো. পারভেজ  বলেন, সারাদিন বিদ্যুতের আসা-যাওয়ার কারণে মেশিন চালুই করতে পারিনি। যাও বিকেলে চালু করি। এসময় হঠাৎ বিদ্যুৎ গিয়ে আবার আসে। এতে মেশিন উল্টো ঘুরে মোটর নষ্ট হয়ে গেছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিসের ডেপুটি জোনাল ম্যানেজার স.ম. মিজানুর রহমান বলেন, সারাদিন বিদ্যুৎ ছিলো না-এমনটা বলা যাবে না। সাব স্টেশনে শিফটিংয়ের কাজ চলায় আধ ঘণ্টা বা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। যাতে গ্রাহকের ভোগান্তি না হয়। এ কাজ শেষ করার জন্য আরও কয়েকদিন কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হতে পারে। তিনি জানান সাময়িক কয়েক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখার জন্য আগাম নোটিশ করা হয়নি।



সবচেয়ে জনপ্রিয়