আজ রবিবার ৩০ জুন ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১

বোয়ালখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ ০৯:৪৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বোয়ালখালীতে চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৩টায় গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় ও হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়।

 

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ উম্মে সালমা। এসময় বোয়ালখালী ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



সবচেয়ে জনপ্রিয়