বেগম জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্ত হবে না বলে জানিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু- ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সেজন্য নিশিরাতের সরকার আওয়ামী লীগকে হটাতে চূড়ান্ত প্রস্তুতি নিতে দলীয় নেতা কর্মীদের আহবান জানান তিনি।
কাজল বলেছেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে, তাদের সময় শেষ। বিভিন্ন দেশে ধরনা দিয়েও পাত্তা পাচ্ছে না। অল্প কিছুদিন পরেই তাদের বিদায় ঘন্টা বেজে উঠবে। ইতোমধ্যে সেটি আওয়ামী লীগ নিশ্চিত হয়ে গেছে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শহীদ সরণিস্থ জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে লুৎফুর রহমান কাজল আরো বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া গুরুতর অসুস্থ হলেও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাচ্ছে না সরকার। দেশেও উন্নত চিকিৎসা দিচ্ছে না। এতে তাদের গভীর চক্রান্ত রয়েছে।
জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতেছে। সে কারণে বিদেশীরা একের পর স্যাংশন দিচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চরম সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেলের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ হাসান সিদ্দিকী, কক্সবাজার পৌর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, রামু বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, টেকনাফ বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সলিমুল মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মোঃ ইউনুছ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, টেকনাফ বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার কামাল, জেলা যুবদলের সহ-সভাপতি নেজাম উদ্দিন, ফরিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার জসিম উদ্দিন, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক দোলন ধর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুল হক রাশেদ, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, শহর শ্রমিক দলের আহবায়ক আমানত শাহ, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাব উদ্দিন, শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামাম উল হক, উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিদুয়ানুর রহমান, সদর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদুল ওয়াহিদ শাহেদ প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ব্যালট কালোবাজারির পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। জনগণের ভোটে আগামী সরকার নির্বাচিত হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগের নেতৃত্বে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে অতি দ্রুত সময়ে বিদেশে পাঠাতে সরকারের প্রতি জোর দাবি জানান শাহজাহান চৌধুরী।