আজ বুধবার ৩ জুলাই ২০২৪, ১৯শে আষাঢ় ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভেন্ডার আর নেই

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সন্দ্বীপ দলিল লেখক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভেন্ডার আর নেই। ৯ ডিসেম্বর রাত ৮ টা হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বাড়ি যাওয়ার পর রাত ৯ টা ইন্তেকাল করেন। এর আগে তিনি মাইটভাংগা বেলা  ৩ টা মাইটভাংগা ও বিকেলে সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। মাইটভাংগা ৭নং ওয়ার্ডের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভেন্ডার ১৯৭১ সালে সাউথ সন্দ্বীপ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন  জাতির জনক   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভেন্ডার ৭৫ উত্তর আওয়ামী লীগের কঠিন সময়ে বঙ্গবন্ধুর আর্দশ ভুকে ধারণ করে আজীবন রাজনৈতি করছেন দায়িত্ব পালন করছেন মাইটভাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসাবে, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের শ্রম  বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালন করছেন বৃহত্তর শিবের হাট ব্যাবসা কল্যাণ সমিতির সভাপতি হিসাবে,  গতকাল ১০ ডিসেম্বর ঐতিহাসিক সাউথ সন্দ্বীপ হাই স্কুলের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়, এর আগে সন্দ্বীপ থানার একটি চৌকস পুলিশ তাকে রাষ্ট্রীয় গার্ড অব অর্নার প্রদান করে। ফখরুল ইসলাম ভেন্ডারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সন্দ্বীপ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতা। স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সন্দ্বীপ আসনে এমপি পদপ্রার্থী ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, ১৫ নং মাইটভাংগা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন,  হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।