আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বিএনপি মামাবাড়ির আবদার নিয়ে এসেছে: আব্দুর রহমান

ঢাকা অফিস : | প্রকাশের সময় : শুক্রবার ২৮ জুলাই ২০২৩ ০৬:১১:০০ অপরাহ্ন | রাজনীতি

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিকে বিএনপির মামাবাড়ির আবদার বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে কোন লাভ নেই।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের দাবি মামাবাড়ির আবদার। বিএনপি মামাবাড়ির আবদার নিয়ে এসেছেন। শেখ হাসিনা ১৭ কোটি মানুষের প্রধানমন্ত্রী। তার পদত্যাগের স্বপ্ন দেখে লাভ নেই।

বঙ্গবন্ধুর সন্তানরা বেঁচে থাকতে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যাবে না বলেও মন্তব্য করেন আব্দুর রহমান।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে শান্তি সমাবেশে জড়ো হন আওয়ামী লীগের তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। হাজার হাজার মানুষের ঢল নামে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। গুলিস্তান জিরো পয়েন্টকে কেন্দ্র করে চারপাশে এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।

বেলা তিনটার পর মঞ্চে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এর আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের উজ্জীবিত করতে মঞ্চে গান পরিবেশন করা হয়।

বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কুরআন তেলাওয়াতে মাধ্যমে শান্তি সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।