চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে বিআরটিএ। অভিযানে ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা ও ৭টি গাড়িকে ডাম্পিং করা হয়েছে।
সোমবার (২৪ জুন) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না।
অভিযানে অংশ নেন- বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন। গণমাধ্যমে পাঠানো বিআরটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালনাসহ নানা অপরাধে ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট) দীর্ঘদিন হালনাগাদ না থাকায় একটি বাস, একটি অ্যাম্বুলেন্স এবং রেজিস্ট্রেশনবিহীন পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ডাম্পিং করা হয়েছে।