কক্সবাজার বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদরাসার পাঠ্যপুস্তক উৎসব সম্পন্ন হয়েছে। রবিবার (১ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (ঈদগাঁও-সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। একমাত্র বঙ্গবন্ধুর কন্যা বলেই তা সম্ভব হয়েছে। বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে বই উৎসব দিবসে এমপি কমল বলেন, অতীতের যেকোনো সরকারের তুলনায় এই সরকারের সময়কালে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। বছরের প্রথম দিনেই ঘরে ঘরে নতুন বই পৌঁছে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রধান শিক্ষক ছৈয়দ করিম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ইউছুপ, সহসুপার মাওলানা আবদুল মজিদ নদিম বক্তব্য দেন। সহকারি শিক্ষক মাওলানা রুহুল আশরাফ রমজানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, জুবাইর আহমেদ, মফিজুর রহমান, আফনান নুর, শাহিদা পারভিন, দিলরুবা নাসরিন, মাওলানা ইয়াজ উদ্দিন আদনানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।