দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির সমর্থনে দিনব্যাপি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুয়াবিল ইউনিয়নের বৈদ্যরহাট, শোভনছড়ি, চুরখাহাট, শান্তিরহাট ও হারুয়ালছড়ি ইউনিয়নের আমানবাজার, সুজানগর, রাঙ্গাপানি চা বাগান, হাজারীখিল বাজার, বড়বিল নয়াহাট বাজার, বাঁশি মহাজনহাটসহ ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় দিন ব্যাপি গণসংযোগ ও পথ সভায় অংশ নেন তিনি। এসময় দুই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, মহিলা সমাবেশসহ পৃথক পৃথক পথ সভায় অংশ নেন তিনি।
এসময় হারুয়ালছড়ির রাঙ্গাপানি চা বাগানে পথসভায় বক্তব্য দিতে গিয়ে নৌকার প্রার্থী সনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। তিনি বলেন, আমার বাবা সাবেক এমপি প্রয়াত রফিকুল আনোয়ার আমৃত্যু ফটিকছড়ির গণমানুষের ভাগ্য বদলাতে কাজ করেছেন। আমিও তাঁর পথে হেঁটে মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই।
খাদিজাতুল আনোয়ার সনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক আমাদের আমানত হিসেবে দিয়েছেন। আমরাও এই নৌকাকে বিজয়ী করে তাঁর কাছে পাঠাতে হবে। তিনি নৌকা প্রতীক জেতাতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামণা করে।
গণসংযোগকালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বশর, আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো: হোসেন, হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক জুলকিফার আলী ভুট্টু, ছাত্রলীগ নেতা সাজ্জাদ, আরিফ, হারুয়ালছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মুহাম্মদ নুরুল রাব্বি, আনোয়ার পাভেল, সাহেদুল আলম সাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।