আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবান কলেজ ছাত্রলীগের আহ্বায়কের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : সোমবার ৪ এপ্রিল ২০২২ ০৭:১৮:০০ অপরাহ্ন | জাতীয়

বান্দরবান সরকারি ক‌লেজের আবাসিক হলে প্রবেশ করে তৌ‌হিদ না‌মের এক ছাত্রকে মারধরের পর পু‌লি‌শে হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ক‌লেজ ছাত্রলীগের আহবায়ক টিপু দাশের বিরুদ্ধে। রবিবার (৩ এ‌প্রিল) রাতে এ ঘটনা ঘটে। বান্দরবান সরকারী কলেজে আবাসিক হলের ছাত্ররা অভিযোগ করে বলেন, বান্দরবান সদর উপজেলার সুয়াল‌ক ইউনিয়নের বা‌সিন্দা ও আবাসিক হলের ছাত্র তৌ‌হি‌দের একই ক্লাসের ছাত্র র‌বিন কা‌ন্তি নাথ সম্প্রতিক সময়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ঘটনা‌র জন্য ছাত্রলী‌গ কলেজ শাখার আহবায়ক টিপু দাশ তৌ‌হিদ‌কে দ্বায়ী করে। এসময় তৌহিদ ব্রেইন ওয়াশ ক‌রে রবিনকে ধর্মান্ত‌রিত করার অপবাদ তোলে আবাসিক হলে গি‌য়ে তাকে মারধর ক‌রে পু‌লি‌শের কাছে সোপর্দ ক‌রা করে। এ বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্র লীগের আহবায়ক টিপু দাশ ব‌লেন, মারধ‌রের কোনও ঘটনা ঘটেনি। তবে একজন‌কে হো‌স্টেল থে‌কে ধ‌রে আনার বিষয়‌টি স্বীকার ক‌রেন তি‌নি। বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরির্দশক মিঠুন সিংহ ব‌লেন, তৌ‌হিদ না‌মে একজন‌কে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। ত‌বে তা‌কে মারধর করা হয়‌নি। তার অ‌ভিভাবক আস‌ছে, তা‌দের সঙ্গে ব‌সে বিষয়টি সমাধান করা হ‌বে। বান্দরবান সদর থানার ও‌সি মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, একজন‌কে ধ‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। ত‌বে বিষয়‌টি সেন‌সিটিভ, তাই কোনও মন্তব্য করতে চাই না। এঘটনায় সচেতন মুসলিম সমাজের লোকজনের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।