আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

বাছাইয়ে ঝরে পড়লেন ব্যারিস্টার মিজান সাঈদ

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ ডিসেম্বর ২০২৩ ০৮:০৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

বাছাইয়ে ঝরে পড়লেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে হাইকোর্টের আদেশে মনোনয়নপত্র জমা করা প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সমর্থনকারীদের স্বাক্ষরে অসঙ্গতির কারণে তার প্রার্থীতা বাতিল করেছেন কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

 

এরই মধ্য দিয়ে আওয়ামী লীগের এই নেতার স্বতন্ত্র প্রার্থীতাও বাদ পড়লো। 

 

তবে এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ব্যারিস্টার মিজান সাঈদ।

 

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও কাজী জিনাত হকের বেঞ্চে রিট করেন ব্যারিস্টার মিজান সাঈদ।

 

শুনানি শেষে মনোনয়নপত্র গ্রহণ করতে রিটার্নিং কর্মকর্তাকে আদেশ দেন আদালত।

 

সেই আদেশে ১২ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।