আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

বাঙ্গালহালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে চারটি মামলায় চৌদ্দ হাজার টাকা জরিমানা আদায়

মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী : | প্রকাশের সময় : সোমবার ১৮ জুলাই ২০২২ ০২:৩৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাজস্হলী উপজেলার বাংগালহালিয়া বাজারে ৪টি মামলা.....১৪০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার ১৮জুলাই সকাল এগারো ঘটিকার সময় রাজস্থলী উপজেলার ইউএন ও  ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  মুদির দোকান ৩টি এবং ডায়াগনস্টিক সেন্টার ১টি।  আজিজ স্টোর, মা ষ্টোর, চিত্ত ষ্টোর কে খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না করার কারণে, একটি দোকানকে ৩হাজার টাকা করে, সর্ব মোট তিনটি মুদির দোকান কে ৯০০০ হাজার টাকা জরিমানা করে, ও  জেনারেল ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য যে বাঙ্গালহালিয়া বাজারে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টার গুলোর কোন রকম সরকারি নিয়ম-বিধি বিধান মেনে চলছে না।এতে সব চেয়ে ক্ষতির শিকার হচ্ছে চিকিৎসা নিতে আসা জনসাধারণ বলে জানান বাঙ্গালহালিয়ার স্হানীয় বাসিন্দারা।স্থানীয়রা আরো বলেন খাদ্য ও চিকিৎসা খাতকে আরো নজরদারিতে আনার স্হানীয় প্রসাশনের প্রতি আহ্বান জানান। 

ভ্রাম্যমান অভিযান পরিচালনায় ছিলেন, ইউএনও ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ,টিএইচ ডাঃরুইহ্লা অং মারমা,মেডিকেল অফিসার,রোগ নিয়ন্ত্রণ  ডাঃসৌরীন্দ্র বড়ুয়া,সাংবাদিকবৃন্দ,নিরাপদ খাদ্য পরিদর্শক রিপু চাকমা,ভার প্রাপ্ত ওসি এলএসডি বেল্লাল হোসেন, সহযোগিতা করেন বাঙ্গালহালিয়া পুলিশ পাড়ির এসআই কামরুজ্জামান ও সর্গীয় ফোর্স।

অভিযান কালে শান্তনু কুমার দাশ বলেন সরকারি বিধি মোতাবেক চলার সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।