ফটিকছড়ির আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল হিকমাহ মাদ্রাসায় শিক্ষার্থীদের পদর্শনী, পাগড়ী ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ নভেম্বর (শনিবার) মাদ্রাসার ফটিকছড়ি শাখার মাঠে বায়তুল হিকমাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা সাব্বির রাহমান সানি। এসময় তিনি চমৎকার অনুষ্ঠানের মুগ্ধতা প্রকাশ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখা পড়ার মান ঠিক রেখে নিজেকে প্রতিষ্ঠিতসহ দেশ দশের কল্যাণে নিয়োজিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি থানা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জাকারিয়া হাসনাবাদী।
এতে সংবর্ধিত অতিথি উপস্থিত হয়ে ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন ক্রেষ্ট গ্রহন করে তিনি বলেন, বাইতুল হিকমাহ মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ফটিকছড়ির বুকে নগরের স্বাদ দিয়েছে। এই প্রতিষ্ঠান আধুনিক দ্বীনি শিক্ষার উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও বাইতুল হিকমাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।