আজ শনিবার ১১ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

বাঁচতে চায় কিডনি আক্রান্ত শাহজাহান

এম.মনছুর আলম,চকরিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ নভেম্বর ২০২২ ০৭:১৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

অন্য দশজনের মতো টগবগে যুবক শাহজাহান। তার বয়স প্রায় ২৬ বছর। দেখলে কখনও কারো মনে হবে না সে এখন মরণ পথের যাত্রী। বর্তমান তার দুটি কিডনি বিকল হওয়ার শেষ পর্যায়ে। ভাগ্যোর কি নির্মম পরিহাস যে বয়সে পৃথিবীটাকে ভালো করে দেখবে এবং পরিবার স্ত্রী-সন্তান নিয়ে যেখানে সুখে থাকার কথা আজ সে বিচানায় কাতরাচ্ছেন। তার সংসারে রয়েছে ফুটফুটে ২টি সন্তানও। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, শাহজাহানকে বাঁচাতে হলে দ্রুত ডায়ালাইসিস শুরু করতে হবে নতুবা কিডনি প্রতিস্থাপন করতে হবে। সঠিক সময়ে চিকিৎসা করতে না পারলে কিংবা বিলম্ব হলে যুবক শাহাজান মারাও যেতে পারেন। কিন্তু পারিবারিক আর্থিক অনটন ও টাকার অভাবে বিনা চিকিৎসায় বাড়িতে শুয়ে দিন পার করছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান মো: শাহাজান। একদিকে সময় যত পার হচ্ছে, চিকিৎসা শুরু করতে না পেরে তার বেঁচে থাকার সম্ভাবনাও কমে যাচ্ছে। চিকিৎসকরা বলেছেন, শাহাজান ক্রনিক কিডনি ডিজিসে আক্রান্ত। গ্লোমেরুলার ফিল্টারেশন রেট (জিএফআর) ১৪-তে নেমে গেছে। কিডনি নষ্ট হওয়ার পাঁচটি ধাপের মধ্যে উনি পাঁচ নম্বর ধাপে রয়েছেন। জিএফআর ১৫-এর নিচে নেমে যাওয়াটা খুবই খারাপ অবস্থা। আর ক্রিয়েটিনিন ৫.২-এ উঠে গেছে। সে ক্ষেত্রে ডায়ালাইসিস শুরু কিংবা কিডনি পরিবর্তন করা ছাড়া বিকল্প নেই। শাহজাহান শুরুতে চকরিয়ার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দ্রুত উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শাহাজাহানের স্ত্রী কুলসুমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, তার স্বামী জায়গা-জমি বলতে কিছুই নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন স্বামী শাহাজাহান। তার চিকিৎসার জন্য এ পর্যন্ত মানুষের কাছ থেকে ধার-দেনা করে লক্ষাধিক টাকা খরচ হয়েছে। দেশ ও বিদেশের সকল ভাই-বোনদের কাছে বিনীত অনুরোধ আমার দুইটি অবুঝ কন্যা সন্তানের দিকে তাকিয়ে হলেও স্বামীকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন। কিডনি নষ্ট হয়ে যাওয়া দরিদ্র পরিবারের সন্তান শাহাজাহান বলেন, কিডনি প্রতিস্থাপন বা বদলানোর মতো সামর্থ্য আল্লাহ আমাকে দেয়নি। টাকা থাকলে ডায়ালাইসিস করে নিতাম। কিন্তু আমার মতো দরিদ্র পরিবারের সন্তানের পক্ষে এতগুলো টাকা খরচ করে কিডনি ডায়ালাইসিস করা ও ঔষুধ খাওয়ার মতো সামর্থ্য নাই। জানি না এভাবে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখে। আমার সন্তানের দিকে তাকিয়ে হলেও বাঁচতে ইচ্ছে করে। তাই কিডনির চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ব্যাক্তি ও প্রবাসীদের সাহায্যের আবেদন করেছেন হতদরিদ্র মো: শাহজাহান। তাকে সহায়তা পাঠাতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারবেন। 01873188226 (বিকাশ পার্সোনাল)।##