আনোয়ারায় বরুমচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার(১৩ জানুয়ারী) বিকালে ইউনিয়নের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধন ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী। উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। সদস্য সচিব অনুপম চক্রবর্তী বাবুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধিরী সেলিম, উপজেলা আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন হেলাল, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, সম্মেলন প্রস্ততি কমিটির প্রধান সমন্বয়ক মো ফোরকান, উপজেলা যুবলীগ নেতা নিজামুল হক, আলী আকবর, জামশেদুল হক, এরশাদ আলী সোহেল ও জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে দিদারুল ইসলাম চৌধুরী বলেন যুবলীগ দেশের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন, আমাদের অভিভাবক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হাতকে শক্তিশালী করতে যুবলীগকে সংঘটিত করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করেন।