আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ধানের বীজ দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শুক্রবার ৩০ অগাস্ট ২০২৪ ০৯:৪৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. ওমর শরীফ। বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার কাটাছরা ইউনিয়নে এসব বীজ বিতরণ করা হয়। এমন দুঃসময়ে ধানের বীজ পেয়ে খুশী কৃষকেরা।

ওমর শরীফ বলেন, স্বরনকালের ভয়াবহ বন্যায় কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় কৃষকদের ঘর-বাড়ির ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি রোপা আমন ও বীজতলা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এখন তাদের বীজ কেনার ওই সামর্থও নেই। আমার ব্যক্তিগত তহবিল থেকে ৭০জন ক্ষতিগ্রস্থ কৃষককে বিআর-২৩ হাইব্রিড জাতের বীজ দিয়েছি। ক্রমান্বয়ে আরো কৃষকদের দেওয়া হবে। তিনি আরো বলেন, বন্যা শুরু হওয়ার পর থেকে টানা এক সপ্তাহ বানবাসী মানুষের সাথে ছিলাম। তাদের শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি দিয়ে সহায়তা করেছি। এখন ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারগুলোকে পূনর্বাসনের সহযোগিতা করা হবে ।