মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের নারী, পুরুষ, প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (অপকা) এর উদ্যোগে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং লিলিয়ান পন্ডস এর অর্থায়নে সহায়তা দেওয়া হয়।
উপজেলার ধুম ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অপকা'র নির্বাহী পরিচালক মোঃ আলমগীর, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর প্রোগ্রাম ম্যানেজার এস এম আলী হাস নাইন ফাতমী, সহ সমন্বয়কারী (হিসাব) সৈয়দ শওকত হোসেন সানী, মনিটরিং অফিসার রকি বিশ্বাস, অপকা কর্মকর্তা মনিরুল ইসলাম চৌধুরী, রিফাত আহমেদ, সায়েদ হাসান কানন, প্রতাপ বণিক, মোঃ মাহবুব, সুমি দেবী প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মোঃ আলমগীর বলেন, ‘বন্যার শুরু থেকে ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ হাজার মানুষকে রান্না করা খাবার, শুকনো খাবার, খাদ্য সামগ্রী, ডিগনিটি কিট ও হাইজিন কিট বিতরণ করেছে অপকা। এই সেবা চলমান রয়েছে। এছাড়াও বন্যা পরবর্তী গৃহ নির্মাণ ও সংস্কারে কাজ করবে অপকা।’