আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : শুক্রবার ১২ মে ২০২৩ ১০:০৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ নেতারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য ও ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, যুগ্ন সম্পাদক নোয়াব আলীসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতা কর্মী। শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, আনোয়ারা-কর্ণফুলীর অভিভাবক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে আমরা জাতির জনকের কবরে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। এখানে আমার শপথ নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা চট্টগ্রাম ১৩ সংসদীয় আসনটি উপহার দেব। এ জন্য আমরা ঐক্যবদ্ধ সাংগঠনিক শক্তিতে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেছি।