আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বোয়ালখালী পৌরসভাকে হারিয়ে সারোয়াতলী চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী : | প্রকাশের সময় : সোমবার ৩ জুলাই ২০২৩ ০৮:২০:০০ অপরাহ্ন | খেলাধুলা

বোয়ালখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সারোয়াতলী ইউনিয়ন।

 

গতকাল রবিবার (২ জুলাই) বিকেলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সারোয়াতলী ইউনিয়ন ২-১ গোলে বোয়ালখালী পৌরসভাকে হারায়। 

 

খেলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা রেফারি এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টিপু, সদস্য এমএম সৈকত, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মিশন ও রাকিব।

 

ফাইনালে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ। তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মো.এমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান মো.বেলাল হোসেন, এসএম জসিম উদ্দিন, শফিউল আলম শেফু, উপজেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি আলী আকবর, যুগ্ন সাধারণ সম্পাদক হারুনর রশীদ বাবলু, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। খেলার ধারাভাষ্য দেন মো. জসিম উদ্দিন। 

 

গত ১৮ জুন বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে উপজেলার ১০টি দল অংশ গ্রহণ করে।