আজ বুধবার ৩ জুলাই ২০২৪, ১৯শে আষাঢ় ১৪৩১

ফটিকছড়ির হাইদচকিয়া স্কুলে মহান বিজয় দিবস উদযাপন

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ ০৫:৫২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

"মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙ্গালীর অহংকার" প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়ির হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠান প্রধান এবিএম গোলাম নুরের সভাপতিত্বে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি আ.ন.ম মেজবাহ উদ্দিন চৌধুরী টুটুল। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সাবেক সদস্য এনামুল হক, ডা. বি কে নাথ, জসীম উদ্দিন, প্রাক্তন পরিষদের অর্থ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, জাহেদ চৌধুরী। আইসিটি শিক্ষক মফিজ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান সুনব বড়ুয়া। প্রাক্তন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন, সাইফুল ইসলাম সাব্বির,  শিক্ষিকা নাসরিন আকতার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা কাজি মাহতাব উদ্দিন, টিপুল কান্তি শর্ম্মা, আবু সায়েম অপু, বিজয় আচার্য্য প্রমূখ। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন পরিষদ শহীদ মিনারে আলাদা আলাদা পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও স্কুল পরিচালনা কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।