আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ির লেলাং ইউনিয়ন পরিষদে চলছে সেবা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শনিবার ১৭ অগাস্ট ২০২৪ ০৪:৪৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পুরোদমে চলছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে ঝিমিয়ে পড়ে সারাদেশের ইউনিয়ন পরিষদসহ দেশের সেবাখাত সমুহ। বিভিন্ন ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যানরা আত্নগোপনে চলে যাওয়ায় অনেকটা সেবা বঞ্চিত হয়ে পড়ে ইউনিয়ন পরিষদের জনসাধারণ। কিন্তু গত ১৩ আগস্ট থেকে নিয়মিত সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীন। 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়মিত পরিষদে বসে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যানসহ মেম্বারা। ইউনিয়ন পরিষদে জন্ম-নিবন্ধন, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা নিতে আসছেন সেবাগ্রহীতারা।

 

চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন বলেন, সরকার পরিবর্তন হওয়ার পর থেকে লেলাং ইউনিয়ন পরিষদের কোন কার্যক্রম থেমে থাকেনি। চেষ্টা করেছি জনসাধারনের সেবায় নিয়োজিত থাকতে। গত ১৩ তারিখ পূর্ণ দিবস পরিষদে অফিস করেছি। আজ(শনিবার) বন্ধ ও বৃষ্টি উপেক্ষা করে ইউপি সদস্যরার অফিস এসেছেন। ইউনিয়নের উন্নয়নমুলক কাজগুলো যথাযথ শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।