আজ বুধবার ২৬ জুন ২০২৪, ১২ই আষাঢ় ১৪৩১

ফটিকছড়ির পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন ও পুরষ্কার বিতরণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ অক্টোবর ২০২৩ ০৬:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে কেরাত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর(বৃহস্পতিবার) সকালে পাইন্দংস্থ এই বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষিকা নাহিদা আকতার বানুর সভাপতিত্বে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মহিন উদ্দিন। 

শিক্ষক ও কবি সাজেদুল করিম ভূইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, স্কুলের শিক্ষানুরাগী সদস্য জন্নাতুল জোহরা, সমাজকর্মী রাশেদা ছাফা, মিতা বড়ুয়া, খাদিজাতুল কোবরা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষিকা ইয়াসমিন আকতার, পারভীন আকতার, সুমি বড়ুয়া, শারমিন কাওসার, আকলিমা আঁখি, মফিজ রেজাসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সঃ) এর জীবনে ছিল সততা, ন্যায় নীতি ও মানবীয় গুণাবলির আদর্শ। তিনি ছিলেন উত্তম আদর্শের অধিকারী। তার জীবনের প্রতিটি পরতে পরতে রয়েছে শিক্ষা। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। তার জীবনের চরিত্রগুলো থেকে শিক্ষা নিয়ে সকলের জীবনকে সাজাতে হবে। 

অনুষ্ঠান শেষে কেরাত, হামদ, নাত, গজল প্রতিযোগিতায় বিজয়ী ২২জন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় বই তুলে দেন অতিথিরা।