আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ির খিরামে বৃত্তি পেল ৩৫ শিক্ষার্থী

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ ০৯:৪৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ৩৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) বৃত্তি প্রদান উপলক্ষে সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনচুর আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। প্রধান আলোচক ছিলেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। সাংবাদিক শাহনেওয়াজ নাজিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল আলম, খিরাম মঈনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকউদ্দিন আনোয়ারী, নুরুল উলুম মাদ্রাসার সুপার ইলিয়াস খান আলকাদেরী, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইছহাক, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ। অনুষ্ঠান শেষে খিরাম ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।