আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর দেওয়ার কর্মসূচিতে আরও ২৬ হাজার ২২৯টি ঘর দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে ২১ জুলাই(বৃহস্প্রতিবার) ফটিকছড়ি উপজেলায় ৪৯০টি ঘরের মধ্যে বাকি ১০০টি ঘর প্রদান করা হয়। এছাড়া ৩০ জন উপকারভোগীর কাছে কবুলিয়ত, সার্টিফিকেট ও নামজারী খতিয়ান হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাব্বির রহমান সানি। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, এসিল্যন্ড এটিএম কামরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি বলেন, উপজেলা আশ্রয়ন প্রকল্প গুলো খুবই সুন্দর জায়গায় হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভালো। আশ্রায়িতদের জন্য বিদ্যুৎ, পানি, মসজিদ, মন্দির, স্কুল, কঠির শিল্পের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করা হচ্ছে। বিনোদনের জন্য পার্ক নির্মাণের কাজ চলছে।