আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব। গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণ ফটিকছড়ির জাফতনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভার মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফারুকী।
যুবলীগ নেতা ফারুক রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া, অধ্যাপক মৃনাল কান্তি বড়ুয়া, সাবেক ছাত্রনেতা খোরশেদ হোসেন মিল্লাত, ইঞ্জিনিয়ার পুলক কান্তি বড়ুয়া, ব্যবসায়ী আবু তাহের জসীম, জাকারিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিন্নাত আলী, জাকারিয়া জকু, কদর আলী মেম্বার, আবছার তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল চৌধুরী, ডা. জসীম উদ্দিন, ইঞ্জিয়ার শহীদুল্লাহ, মো. আনোয়ার, দিদারুল আলম মুন্না, আব্দুল কুদ্দুস, মীর মোরশেদ, জয়নাল আবেদীনসহ ছাত্র ও যুবলীগের নেতৃবৃন্দরা।
সভায় তরমুজ প্রতীকের প্রার্থী আবু তৈয়ব বলেন, নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হতে বাঁধা নেই। ফলে আপামর ফটিকছড়িবাসীর সেবা করার নিয়তে প্রার্থী হয়েছি। আসন্ন নির্বাচনে তরমুজ মার্কায় ভোট দিয়ে আপনাদের আবু তৈয়বকে নির্বাচিত করুন। তিনি মা বোনসহ সকলের দোয়া কামনা করেন।