আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

ফটিকছড়িতে সিদ্ধাশ্রম হালদা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি : | প্রকাশের সময় : সোমবার ১৩ নভেম্বর ২০২৩ ০৭:২৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে হালদা নদীর পাঁচপুকুরিয়া- সিদ্ধাশ্রমে ঘাটে ৫০ কোটি টাকা ব্যয়ে সেতু ও সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে বাস্তবায়িত সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানির সভাপতিত্বে উদ্ভোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, কৃষি অফিসার হাসানুজ্জামান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননাহার মুক্তা, সুন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ আলী প্রমুখ।