আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ফটিকছড়িতে লোকনাথ ব্রক্ষচারীর ১৩২তম তিরোধাম উৎসব, শিক্ষা সামগ্রী বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৪ জুন ২০২২ ১১:৫১:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ‍্যাপীঠের উদ্যোগে লোকনাথ ব্রক্ষচারী ১৩২ তম তিরোধাম পালিত হয়েছে। মহান কালজয়ী সাধক  মহাপুরুষ শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩২তম তিরোধাম দিবস উপলক্ষে সূর্যগিরি আশ্রম পরিচালনাধীন পন্ডিত নিরোদ লীলা গীতা পীঠে ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সামগ্রী বিতরণ, ক্রেস প্রদান, পুষ্পস্তবক অর্পণসহ দিন ব‍্যাপী পবিত্র গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক ফেডারেল ইউনিয়নের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মহসীন কাজী। ডাঃ বরুণ কুমার আর্চায‍্যের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আজাদীর ফটিকছড়ির প্রতিনিধি মুহাম্মদ এস.এম. সোলাইমান আকাশ, বিজয় টিভির ফটিকছড়ির প্রতিনিধি মুহাম্মদ সেলিম, সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি পন্ডিত তরুণ কুমার আচার্য‍্য (কৃষ্ণ), সাধারণ সম্পাদক রুবেল শীল, পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা ও পন্ডিত নিরোদ লীলা গীতা পীঠের অধ্যাপিকা অর্চ্চনা রাণী আর্চায‍্য। এসময় উপস্থিত ছিলেন গীতা বিদ‍্যাপীঠের সহকারী শিক্ষিকা শ্রীমতি সংগীতা শীল, মহীয়ান ত্রিপুরা সুজন, রুপনা আর্চায‍্য, নবান্ন ভট্টাচার্য্য পিউ, কৃপাঞ্জন আর্চায‍্য বন্ধন,স্পন্দন আর্চায‍্য, পুনম শীল, নিরব শীল, সেতু আর্চায‍‍্য, তূর্জয় আর্চায‍্য, অর্পিতা আর্চায‍্য মোহনা, অঞ্জলি দাশ, পূজা দাশ সহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, মহাযোগী পুরুষদের গুণগান প্রশংসা এবং বতর্মান প্রজন্মকে ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। ধর্মীয় শিক্ষা অর্জনের ফলে নতুন প্রজন্মের ছেলেরা মাদক ও বিভিন্ন অপর্কম হতে সরিয়ে আসবে। পরিবার, সমাজ ও দেশ সুন্দর পরিবেশে গড়ে উঠবে বলেন তারা।