আজ রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

ফটিকছড়িতে মাশরুম খেয়ে এক পরিবারের ৭ জন অসুস্থ!

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৮ ডিসেম্বর ২০২৩ ০১:৩০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে মাশরুম খেয়ে শিশুসহ এক  পরিবারের সাত জন অসুস্থতার খবর পাওয়া গেছে। রবিবার রাত  ৯টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পশ্চিম আন্ধারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- মো. ইয়াকুব (৫০), সনজু বেগম (৪২), মো. জিহাদ (১৭), মো. রিফাত (১৯) মুহাম্মদ রিজোয়ান (২৪), মো. ইউসুফ (৫০), বিবি হাজেরা (২০), তারা সবাই একই পরিবারের সদস্য।

 

আহত মো.ইয়াকুব ও পরিবারের অন্যরা জানান, রবিবার বিকালে বাড়ির পাশ থেকে ওল (মাশরুম) তুলে এনে  রান্না করে পরিবারের সবাই মিলে খায়। খাওয়ার ঘন্টা খানিক পরে সবার গলায় চুলকানি হয়ে বমি করতে শুরু করে এবং সকলের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরে প্বার্শবর্তী লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

 

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুদ্দিন সৌরভ বলেন, 'রাত ১০টার দিকে তাদেরকে মেডিকেল নিয়ে আসেন স্থানীয়রা। মেডিকেলে নিয়ে আসা লোকজন জানিয়েছেন পরিবারের সবাই মাশরুম রান্না করে খেয়েছে। বিষাক্ত মাশরুম হওয়াতে তাদেরকে ইনফেকশন করেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।'