আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

ফটিকছড়িতে ব্যবসায়ী হত্যার আসামী ৫ বছর পর গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শুক্রবার ১২ জানুয়ারী ২০২৪ ১১:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির ব্যবসায়ী মহিউদ্দিনকে অপহরণ ও হত্যা মামলার আসামি মনজু মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বৃহস্পতিবার নগরের চাঁন্দগাও আবাসিক এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনজু মিয়া ফটিকছড়ি রোসাংগিরি ইউনিয়নের বাসিন্দা মো. শফির পুত্র। 

 

সূত্র জানায়, ২০১৮ সালের ২১ আগস্ট ফটিকছড়ির রোসাংগিরি ইউনিয়নের নিশ্চিন্তপুর দীঘিরপাড় এলাকার গহিন জঙ্গলে নিহত মহিউদ্দিনের গলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ফটিকছড়ি থানায় দুজনকে নির্দিষ্ট করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ ৫ বছর পর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।

 

তিনি জানান, ব্যবসায়ী মহিউদ্দিন প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফেরার পথে অপহরণ হয়। অপহরণে ১০ দিন পর তার গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করে তার পরিবার। দীর্ঘ ৫ বছর পর আমরা মূল আসামিকে গ্রেফতার করে থানা হেফাজতে পাঠানো হয়েছে।