আজ বুধবার ২৬ জুন ২০২৪, ১২ই আষাঢ় ১৪৩১

ফটিকছড়িতে ব্যবসায়ী নিখোঁজ

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৪ অক্টোবর ২০২৩ ০৬:০৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে বিয়ের ৪ দিনের মাথায় উপজেলা সদর বিবিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জোবায়ের হোসেন জুয়েল (৩০) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি থেকে বিবিরহাট বাজারে আসার পথে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর পরিবার।

নিখোঁজ জোবায়ের ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ ধুরুং গ্রামের জহির উদ্দিন মিয়াজী বাড়ির মৃত এস এম হাবিবুর রহমানের ছেলে। নিখোঁজ হওয়ার পর বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে তাঁর বড় ভাই মো. শহিদ ফটিকছড়ি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

তিনি জানান - গত শুক্রবার তার বিয়ের অনুষ্ঠান হয়েছে। জোবায়ের ঘটনার দিন বিবিরহাট বাজারের তার দোকান থেকে সন্ধ্যায় বাড়ি চলে যায়। ভুলে দোকানে মোবাইল ফোন এবং ম্যানিবাগ রেখে যাওয়ায় আবারও সে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে আসার সময় নিখোঁজ হয়। অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেছি।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর নুরুল হুদা বলেন- পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টা দেখছি।