আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে বিষপানে গৃহবধুর মৃত্যু!

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৫ অগাস্ট ২০২২ ০৯:৩২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউপিতে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম শারমিন আক্তার (২২)। ৫ আগস্ট(শুক্রবার)  সকালে নারায়ণহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড  মাইজকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধু ঐ এলাকার সিএনজি চালক নুর আলমের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আলম পেশায় একজন সিএনজি চালক হলেও তিনি মাদকের  সাথে জড়িত। দীর্ঘদিন ধরে স্ত্রীকে নির্যাতন করে আসছেন। কিছুদিন আগে নুর আলমের স্ত্রী বাপের বাড়ি যাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মৃত্যুর আগের দিন সে তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে। এ নিয়ে তাদের মধ্যে রাতে কথা কাটাকাটি হয় সকালে গৃহবধূ বিষপান করলে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজম বলেন, একজন গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। লাশ উদ্ধার করে থানা পুলিশ নিয়ে গেছে।

ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, আমরা একটা লাশ উদ্ধার করেছি। মেয়ের মা বিষপানে  করেছে বলে অভিযোগ দেওয়ায় অপমৃত্যু মামলা নিয়ে লাশ মর্গে প্রেরণ করেছি।