আজ বুধবার ২৬ জুন ২০২৪, ১২ই আষাঢ় ১৪৩১

ফটিকছড়িতে বাগীশিক গীতা নৈতিক শিক্ষা পরীক্ষা ও সনদ বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৮ অক্টোবর ২০২৩ ০৩:১৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক) এর উদ্যোগে বার্ষিক গীতা নৈতিক শিক্ষা পরীক্ষা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি সুমন বনিকের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বার্ষিক  গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে স্বর্ন, রৌপ্য, ব্রোঞ্জ মুকুট, সনদপত্র বিতরনসহ সংগঠনের  উপদেষ্টা-পৃষ্টপোষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের নির্বাহী সদস্য মাস্টার পার্থ ঘোষ ও সাংগঠনিক সম্পাদক আদিত্য সৈকতের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।  অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. তরুণ কিশোর দেব, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীযুত কেশব দেব। 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সালামতউল্লাহ চৌধুরী শাহিন, পৌর মেয়র মো. ইসমাইল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, বাগীশিক সহ-সভাপতি মানস চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা বাবুল দেব, বাগীশিক উত্তর জেলা সভাপতি শুভাশীষ চৌধুরী, সম্পাদক মাষ্টার শিবু দাম, ড.শ্রীবাস চন্দ্র ভট্রাচার্য, বিশ্বজিৎ রাহা, মিহির চক্রবর্তী, লায়ন এড. জুয়েল চক্রবর্তী, প্রিয়াশীষ চক্রবর্তী, বাসু চৌধুরী, রাসকিন চৌধুরী, মাষ্টার বিষু ভৌমিক, মিন্টু চৌধুরী, এড. মিহির দেব, অধ্যাপক দয়াল রায়, শ্রী সিদ্ধরসিক দাস ব্রহ্মচারী, শ্রীমৎ উজ্জ্বলানন্দ মহারাজ, চিত্তরঞ্জন দেব, বিকাশ নন্দী, মাস্টার হারাধন দেব, ডা.বিশ্বনাথ দে, প্রকৌশলী কাজল শীল, ডা. স্বপন দত্ত, হিল্লোল দাস, প্যানেল মেয়র গোলাপ মাওলা, ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন, লিংকন চক্রবর্তী, রনজিত শীল, মাস্টার দিলীপ নম, প্রিয় রঞ্জন ভট্টাচার্য, ডা.পরিতোষ ভট্টাচার্য, ডা.মিল্টন দে, হিমেল রায়, অর্জুন নাথ, সুজিত চক্রবর্তী, সমির কান্তি দে,  ভবিরঞ্জন নাথ, প্রদীপ রায়, রবিন পাল, সৌরভ পাল প্রমুখ।

 বাগীশিক কেন্দ্রিয় সংসদের সাধারণ সম্পাদক এড. শুভাশীষ শর্মা প্রধান বক্তার বক্তব্যে বাগীশিক ফটিকছড়ি সংসদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বাগীশিকের নিরলস কার্যক্রমের ফলে প্রতিটি সনাতনী গৃহে আজ গীতা ও নৈতিক শিক্ষার প্রসার বৃদ্ধি পেয়েছে। সরকারী পৃষ্ঠপোষকতা পেলে এই কার্যক্রম আরো বেগবান হবে।