আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিল এ্যাব

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শুক্রবার ৩০ অগাস্ট ২০২৪ ০৯:৫২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে চট্টগ্রামের প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।  ৩০ আগস্ট (শুক্রবার) সকালে ফটিকছড়ি পৌরসদর বিবিরহাটের একটি কমিউনিটি কমপ্লেক্সে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক ইঞ্জি: আতিকুজ্জামান বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: মুনতাসীর মামুন মুন্না, যুগ্ম সম্পাদক ইঞ্জি: ইমরান খান, প্রচার সম্পাদক ইঞ্জি: মাসুদ রানা, ইঞ্জি: ওয়াসিক, ইঞ্জি: সাজ্জাদ, ইঞ্জি: ফসিউল আলম, চুয়েট ছাত্রদল নেতা ওয়াসিফ রাশেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা 

শফিউল আজম বেলাল, ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান চৌধুরী দিপু, ইকবাল তালুকদার, টনি চৌধুরী, মামুন খাঁন, মানিক, নুরুল আবছারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।