আজ শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

ফটিকছড়িতে দরিদ্র মেধী শিক্ষার্থী পেল সাজেদা আনোয়ার বৃত্তি

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ২৮ নভেম্বর ২০২২ ০৬:২৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮ জন গরিব ও মেধাবী শিক্ষার্থী পেয়েছে সাজেদা আনোয়ার মেধা বৃত্তি। ২৮ নভেম্বর (সোমবার) দুপুরে বাগান বাজারের চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আর্থিক অনুদান ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগানবাজার ইউপির চেয়ারম্যান ডা.শাহদাৎ হোসেন সাজু। এতে প্রধান আলোচক ছিলেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক (যুক্তরাষ্ট্রে প্রবাসী) মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী ইমাম উদ্দিন নুরী, গজারিয়া সেবুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন মজুমদার, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাংবাদিক আহমদ আলী চৌধুরীসহ আরোও অনেকে। এসময় বক্তারা শিক্ষা বিস্তারে সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানান। আগামীতেও তাদের এই শিক্ষামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।