আজ শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

ফটিকছড়িতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

ফটিকছড়ি প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১০:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

 

ফটিকছড়িতে কৃষি বিপনন অধিদপ্তরের উদ্যোগে কৃষকদেরকে নিয়ে বিজনেস ম্যানেজম্যান্ট স্কিলস বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে উপজেলার কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের কৃষকরা প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন।  কৃষি বিপনন অধিদপ্তরের এসএসিপি বিপনন অঙ্গ কর্মসুচীর আওতায় এ কর্মশালায় অংশ গ্রহনকারী  কৃষকদের মাঝে উৎপাদিত কৃষি পন্য বিপননের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন কৃষি বিপনন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবদুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান,  সাংবাদিক আবু মুছা জীবন, সালাউদ্দিন জিকু, কৃষি উদ্যোক্তা রেজাউল করিম সহ অন্যরা।  প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে কৃষি পন্য বিপননের জন্য সরঞ্জামাদি বিতরন করা হয়। এসময় বক্তারা  বর্তমান সময়ের বাজার চাহিদা মাথায় রেখে কৃষকদেরকে পন্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন।